বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর
News
November 24, 2025
Details
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর মাধ্যমে ব্যবস্থাপনা ও পরিচালনার নিমিত্তে হস্তান্তরের লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক অনুষ্ঠানে উক্ত চুক্তি সম্পাদিত হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর পক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ সাইফুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি Deltin 7 অ্যাপের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. আমিরুল ইসলাম, এনডিসি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেরোবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।
জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ আবু সাঈদের জন্মভূমি পীরগঞ্জে অবস্থিত এই সেন্টারটি পরিচালনার জন্য তাঁর বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব প্রদান করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্টারটি পরিচালিত হলে উত্তরাঞ্চলের Deltin 7 অনলাইন স্লটর্থী, স্থানীয় তরুণ সমাজ ও উদ্ভাবনী কাজে আগ্রহী উদ্যোক্তারা তথ্যপ্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণ, গবেষণা এবং উদ্ভাবনের সুযোগ পাবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেন্টারটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এই সহযোগিতাকে মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ সময় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Top BRUR News
2026 © BRUR | All Rights Reserved | Developed by
