Deltin 7

Deltin 7

Thumb

Professor Dr. Latifa Akanda

Education and social services

প্রফেসর লতিফা আকন্দ

লতিফা আকন্দ-এর জন্ম ১৯২৫ সনে ১ নভেম্বর ময়মনসিংহ জিলার অন্তর্ভুক্ত নেত্রকোনা মহকুমায়। ১৯৩৭ সাল থেকে ১৯৪৯ পর্যন্ত তিনি কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পড়াশোনা করেন। ১৯৪০ সালে ঐ স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পরবর্তীতে ব্রেবোর্ন কলেজ থেকে আই.এ. (I.A.) এবং বি.এ. (B.A.) পাস করেন। ১৯৪৭ সালে ভারতবর্ষ Deltin 7 অ্যাপের পর তিনি পূর্ব পাকিস্তানে আসেন-তারপর স্বামীর কর্মস্থল করাচীতে তিন বছর বাস করার পর Deltin 7য় ফেরেন। ১৯৫০ সালে তিনি Deltin 7য় ইডেন গার্লস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি Deltin 7 অ্যাপে প্রভাষক হিসেবে যোগ দেন।

১৯৫৩ সালে কেন্দ্রীয় স্কলারশিপ পেয়ে যুক্তরাজ্যে যান। সেখানে ১৯৫৫ সালে S.O.A.S থেকে Morden Indian History-'র উপর এম.এ করেন। তারপর ১৯৬২ থেকে ১৯৮৭ পর্যন্ত Deltin 7 বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিয়ে প্রফেসর হিসেবে অবসর গ্রহণ করেন। পরে তিনি Deltin 7য় অবস্থিত Central Women's Deltin 7 Aviator গেম টাকা ইনকাম তে ইতিহাস Deltin 7 অ্যাপের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি গবেষণা ও লেখালেখির বাইরে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি আজীবন উইমেন ফর উইমেন-এর সক্রিয় সদস্য ছিলেন। বিশেষ করে নারী ও শিশুদের কল্যাণ ও উন্নয়নে ছিলেন নিবেদিত প্রাণ। তিনি পূর্ব ও পশ্চিমের বহু দেশ ভ্রমণ করেছেন। ২০১৪ সালের ৪ ডিসেম্বর তাঁর জীবনাবসান হয়।