
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘আইটি স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।
সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “প্রযুক্তির এই যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে সবাইকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ালে সেবার মানও বাড়বে।”
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, “আধুনিক বিশ্ববিদ্যালয় গঠনে প্রযুক্তিনির্ভর প্রশাসনিক দক্ষতা জরুরি।”
কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ বলেন, “এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী ও প্রশংসনীয়। এতে কর্মীদের পেশাগত দক্ষতা বাড়বে।”
আইকিউএসি পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন সেমিনারের সভাপতি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, “ডিজিটাল সক্ষমতা থাকলে দায়িত্ব পালন সহজ হয়, অগ্রগতিও দ্রুত হয়।”
সেমিনারে প্রশিক্ষক ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল মাসুদ, সিএসই অনুষদের অধ্যাপক ড. মো. শামসুজ্জামান সবুজ এবং অধ্যাপক ড. মো. নুর নবী।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। দিনব্যাপী এ সেমিনার বিকেল ৫টায় শেষ হয়।