
পরিত্যক্ত ভূতুড়ে জালের কারণে বিপন্ন হয়ে পড়ছে সমুদ্রের জীববৈচিত্র্য, জলজ প্রাণী ও মৎস্যজীবীদের জীবিকা। এ সমস্যা মোকাবেলায় গবেষণা ও জনসচেতনতা বাড়াতে কুয়াকাটায় দিনব্যাপী ‘কমিউনিটি-লিংকড পলিসি ডায়ালগ’ শীর্ষক কর্মশালা আয়োজন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
১৭ মে হোটেল গ্রেভার ইন-এ অনুষ্ঠিত এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “ভূতুড়ে জাল শুধু পরিবেশ নয়, জাতীয় অর্থনীতির জন্যও হুমকি। এখনই কার্যকর রোডম্যাপ দরকার।”
বিশেষ অতিথি ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, “গবেষণা তখনই অর্থবহ হয়, যখন তা জনজীবনে প্রভাব ফেলে।”
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ভূতুড়ে জাল নিরসনে রাষ্ট্র, জনগণ ও গবেষণার ত্রিমুখী সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকল্পটির প্রধান গবেষক ও মৎস্য অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক বলেন, “সমুদ্রের তলদেশে পড়ে থাকা জাল যেন নীরব মৃত্যুকূপ। দ্রুত পদক্ষেপ জরুরি।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, শিক্ষক ও প্রশাসনিক প্রতিনিধিদের অংশগ্রহণে গঠনমূলক সংলাপ অনুষ্ঠিত হয়। গবেষণা কার্যক্রমে সহায়তা করে আন্তর্জাতিক সংস্থা GGGI ও Ocean Conservancy।