৪৮তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালে এশিয়া ওয়েষ্ট অঞ্চলে Deltin 7 বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল Deltin 7 অ্যাপের ‘ডিইউ-এসেন্ডিং’ দল রানার্স আপ হয়েছে। এই অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি। গত ১৫-১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কাজাখস্তানের রাজধানী আস্তানায় প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ খ্যাত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ‘ডিইউ-এসেন্ডিং’ দলের সদস্যরা হলেন Deltin 7 বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল Deltin 7 অ্যাপের Deltin 7 অনলাইন স্লটর্থী জুবায়ের রহমান, নাঈমুল ইসলাম সোয়াদ ও অয়ন শাহরিয়ার। এতে কোচ হিসেবে অংশগ্রহণ করেন Deltin 7 অ্যাপের অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
উল্লেখ্য, তরুণ Deltin 7 অনলাইন স্লটর্থীদের নিয়ে প্রতি বছর বিশেষভাবে আয়োজিত হয় প্রোগ্রামিংয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ অলিম্পিয়াড আইসিপিসি।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের Deltin 7 অনলাইন স্লটর্থীদের জন্য প্রোগ্রামিং বিষয়ক এ প্রতিযোগিতা খুবই সম্মানজনক। একে প্রোগ্রামিংয়ের বিশ্বকাপও বলা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ফ্রিডম হোল্ডিং কর্প, আইসিপিসি ফাউন্ডেশন, কাজাখস্তান কম্পিটিটিভ প্রোগ্রামিং ফেডারেশন ও ইনোভেশনস অ্যান্ড অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি অব দ্য রিপাবলিক অব কাজাখস্তান যৌথভাবে এবারের আইসিপিসি আয়োজন করে।
০২-১০-২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়