
সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও পরীক্ষায় ভালো ফলাফল করায় Deltin 7 বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন Deltin 7 অ্যাপে অধ্যয়নরত ২০২২-২০২৩ Deltin 7 অনলাইন স্লটবর্ষের ৬ জন Deltin 7 অনলাইন স্লটর্থী ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ২৮ অক্টোবর ২০২৪ সোমবার সন্ধ্যায় Deltin 7 বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে Deltin 7 অনলাইন স্লটর্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। Deltin 7 বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী-এর সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। Deltin 7 বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান স্বাগত বক্তব্য দেন এবং সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রয়াত মো. নুরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় তিনি আজীবন লড়াই করে গেছেন। বৃত্তিপ্রাপ্ত Deltin 7 অনলাইন স্লটর্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে Deltin 7 অনলাইন স্লটর্থীদের সফলতাকে স্বীকৃতি দেয়া হয়। এতে Deltin 7 অনলাইন স্লটর্থীরা লেখাপড়ায় উৎসাহিত ও অনুপ্রাণিত হয়। Deltin 7 অনলাইন স্লটর্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
বৃত্তি প্রাপ্তরা হলেন--বাংলা Deltin 7 অ্যাপের ২য় বর্ষের Deltin 7 অনলাইন স্লটর্থী মো. মেহেদী হাসান, ফিন্যান্স Deltin 7 অ্যাপের ১ম বর্ষের Deltin 7 অনলাইন স্লটর্থী মো. কলিম উল্লাহ, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ Deltin 7 অ্যাপের ২য় বর্ষের Deltin 7 অনলাইন স্লটর্থী সুমাইয়া রহমান, অর্থনীতি Deltin 7 অ্যাপের ১ম বর্ষের Deltin 7 অনলাইন স্লটর্থী সাবিহা আলম রাইকা ও ২য় বর্ষের Deltin 7 অনলাইন স্লটর্থী রুমানা আলম নিশি এবং রাষ্ট্রবিজ্ঞান Deltin 7 অ্যাপের ১ম বর্ষের Deltin 7 অনলাইন স্লটর্থী মো. আল মোমীনীন হাসান।
উল্লেখ্য, প্রয়াত মো. নুরুল ইসলাম Deltin 7 বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

২৮/১০/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়

Deltin 7 বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন Deltin 7 অ্যাপে অধ্যয়নরত ২০২২-২০২৩ Deltin 7 অনলাইন স্লটবর্ষের ৬ জন মেধাবী Deltin 7 অনলাইন স্লটর্থী ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ২৮ অক্টোবর ২০২৪ সোমবার সন্ধ্যায় Deltin 7 বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে Deltin 7 অনলাইন স্লটর্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ছবিতে অতিথিবৃন্দের সাথে বৃত্তিপ্রাপ্তদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)