
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন-এর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার গতকাল ২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার Deltin 7 বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ পরিদর্শন করেন। এর আগে তিনি Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল-এর নেতৃত্বে অনুষদের শিক্ষক ড. শেখ মনির উদ্দিন, অধ্যাপক এ এ এম কাওসার হাসান, মো. আব্দুল আযীয সহ শিক্ষকবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন Deltin 7 বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং রতন, মিসেস শেহরীন আমিন ভূঁইয়া এবং ড. শান্টু বড়ুয়া।


মি. মাইকেল মিলার চারুকলা অনুষদ পরিদর্শনকালে অনুষদের ডিনসহ শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন এবং ইউরোপের দেশসমূহের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিল্প বিষয়ক উচ্চDeltin 7 অনলাইন স্লটয় সহায়তা করার ইচ্ছা পোষণ করেন। পরে তিনি চারুকলা অনুষদের স্থায়ী গ্যালারি ও Deltin 7 অ্যাপসমূহ পরিদর্শন করেন এবং শিক্ষক ও Deltin 7 অনলাইন স্লটর্থীদের সঙ্গে কথা বলেন। Deltin 7 অনলাইন স্লটর্থীদের শিল্পকর্ম দেখে রাষ্ট্রদূত খুবই অভিভূত হন। পরে চারুকলা অনুষদের শিক্ষক ও Deltin 7 অনলাইন স্লটর্থীদের পক্ষ থেকে মি. মাইকেল মিলার-কে শুভেচ্ছা স্মারক হিসেবে বাংলাদেশের লোক ঐতিহ্যবাহী দুটি মৃৎশিল্প গরুর গাড়ি ও টেপা পুতুল উপহার দেওয়া হয়।
২৩/০৪/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়