
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের উদ্যোগে “ফার্স্ট ইউডিসি ন্যাশনালস-২০২৫” শীর্ষক ৩-দিনব্যাপী ১ম জাতীয় বিতর্ক উৎসব গতকাল ৪ মে ২০২৫ রবিবার শেষ হয়েছে। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুর রহমান সমাপনী অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন।

এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে বাংলা বিতর্ক, ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে ইংরেজি বিতর্ক, বাংলা ও ইংরেজি উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির Deltin 7 অনলাইন স্লটর্থী জুনায়েত হোসেন।  এই উৎসবে বিভিন্ন Deltin 7 অনলাইন স্লট প্রতিষ্ঠানের ৩২টি দল বাংলা বিতর্কে ও ১৬টি দল ইংরেজি বিতর্কে অংশগ্রহণ করে। বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে Deltin 7র সরকারি বিজ্ঞান কলেজের বিতর্ক দল “জিএসসিডিসি নিউট্রন”। ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বিতর্ক দল “বিআইএসসিডিসি-২”। বাংলা মাধ্যমের উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে সরকারি বাংলা কলেজের Deltin 7 অনলাইন স্লটর্থী ইমন আহমেদ এবং ইংরেজি মাধ্যমের উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে শামসুল হক খান স্কুল এন্ড কলেজের Deltin 7 অনলাইন স্লটর্থী অদ্রিতা অনন্যা জামান।

০৫/০৫/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়