
Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ২৮ মে ২০২৫ বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে 'বাংলাদেশ: দি পাওয়ার অব দি ইয়ং। ইয়ুথ ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন (Bangladesh: The Power of the Young. Youth Democratic Transformation)' শীর্ষক এক বক্তৃতা প্রদান করেন। 'স্টুডেন্টস অব ইয়ুথ ডেমোক্রেসি একাডেমি (Students of Youth Democracy Academy)' শীর্ষক কর্মসূচির আওতায় Deltin 7 বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং আন্তঃরাষ্ট্রীয় সংস্থা আইডিয়া ইন্টারন্যাশনাল যৌথভাবে এই বক্তৃতার আয়োজন করে। এসময় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে Deltin 7 বিশ্ববিদ্যালয়ের ১৫টি Deltin 7 অ্যাপের প্রায় ৬০জন Deltin 7 অনলাইন স্লটর্থী অংশ নেন।

২৮/০৫/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়