
স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় Deltin 7 বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের ০৮জন মেধাবী Deltin 7 অনলাইন স্লটর্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এরমধ্যে স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৬জন এবং স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ২জন মেধাবী Deltin 7 অনলাইন স্লটর্থী প্রভোস্ট অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া খেলাধুলায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় ১জন Deltin 7 অনলাইন স্লটর্থীকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গতকাল ২৮ মে ২০২৫ বুধবার সন্ধ্যায় হল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে Deltin 7 অনলাইন স্লটর্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রভোস্ট অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক এবং হলের সহকারী আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা স্বাগত বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অ্যাওয়ার্ডপ্রাপ্ত Deltin 7 অনলাইন স্লটর্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এধরনের উদ্যোগ Deltin 7 অনলাইন স্লটর্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও Deltin 7 অনলাইন স্লটর্থীদের মেধার স্বীকৃতি প্রদানের চেষ্টা করছি। সকল ক্ষেত্রে ঐক্য বজায় রেখে দেশের কল্যাণে কাজ করার জন্য তিনি মেধাবী Deltin 7 অনলাইন স্লটর্থীদের প্রতি আহ্বান জানান।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত Deltin 7 অনলাইন স্লটর্থীরা হলেন- মো. তহিদুল ইসলাম (সমুদ্রবিজ্ঞান), জহুর আহমেদ ও মোহাম্মদ সোলায়মান (ভূতত্ত্ব), মো. এহসানুল হক মামুন (ফলিত রসায়ন ও কেমিকৌশল), কামরুজ্জামান আসিফ (তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট), মো. ইসতিয়াক উদ্দিন (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং), পিয়াল সরকার (ওষুধ প্রযুক্তি), মো. আমিনুল কাদের বুলবুল (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল) এবং মুহাম্মদ আজিজুল হক (অণুজীব বিজ্ঞান )।

২৯/০৫/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়