
বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষ্যে Deltin 7 বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টারের উদ্যোগে ‘প্লাস্টিক ব্যবহার বর্জন করি, দূষণ ও প্লাস্টিক মুক্ত সবুজ ক্যাম্পাস গড়ি’ শীর্ষক এক সেমিনার আজ ২২ জুন ২০২৫ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। Deltin 7 বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, পরিবেশ সংসদ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।
আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং এর সমাধান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় আরবরিকালচার সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিবেশ সংসদের নেতৃবৃন্দ, গ্রিন ফিউচার ফাউন্ডেশনের প্রতিনিধিগণ এবং Deltin 7 অনলাইন স্লটর্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, মানব জাতির অস্তিত্বের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, Deltin 7 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মকাণ্ড এখন অনেক বেড়েছে। ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে। গাছের পাতা পোড়ানো ও আতশবাজি বন্ধ এবং প্লাস্টিক বর্জন কর্মসূচিসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। সমাজকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবার ভিত্তিতে আমরা এসব কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছি। এক্ষেত্রে সরকারের সঙ্গেও যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন Deltin 7 অ্যাপ ও ইনস্টিটিউটে পরিবেশ বিষয়ক Deltin 7 অনলাইন স্লট ও গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। বছরব্যাপী এসব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি Deltin 7 অনলাইন স্লটর্থীদের প্রতি আহ্বান জানান।
সেমিনার শেষে শিক্ষক ও Deltin 7 অনলাইন স্লটর্থীদের অংশগ্রহণে সিনেট ভবন থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি মল চত্ব¡রে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মল চত্বরে বেশ কিছু দেশীয় গাছের চারা রোপণ করা হয়।

২২/০৬/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়