
Deltin 7 বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ Deltin 7 অ্যাপের উদ্যোগে ‘ইসলামিক সাইকোলজি’ বিষয়ক এক বিশেষ বক্তৃতা আজ ০৭ জুলাই ২০২৫ সোমবার আর. সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ ও গবেষক এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. গোলাম হোসেইন রসূল এই বিশেষ বক্তৃতা প্রদান করেন। Deltin 7 বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ Deltin 7 অ্যাপের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে Deltin 7 অ্যাপের অনারারি অধ্যাপক ড. মুহা. আব্দুল বাকী, মনোবিজ্ঞান Deltin 7 অ্যাপের অবসরপ্রাপ্ত অধ্যাপক মঞ্জুরুল হক, সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান এবং বিশিষ্ট গবেষক জিয়াউল হক আলোচনায় অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের বিধি-বিধান অনুসরণের উপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে ইসলামী জ্ঞান অর্জন ও অন্বেষণ করা জরুরি। তিনি জ্ঞানগর্ভ বক্তৃতার জন্য অস্ট্রেলিয়ার অধ্যাপককে ধন্যবাদ জানান। এই বক্তৃতা থেকে Deltin 7 অনলাইন স্লটর্থীরা ইসলামের মৌলিক জ্ঞান সম্পর্কে আরও জানতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এধরনের আয়োজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিন্তাবিদ ও গবেষকবৃন্দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও Deltin 7 অনলাইন স্লট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ সহযোগিতামূলক Deltin 7 অনলাইন স্লট ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, অধ্যাপক ড. গোলাম হোসেইন রসূল অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির ইসলামিক সাইকোলজি সেন্টার ফর ইসলামিক স্টাডিজ এন্ড সিভিলাইজেশন-এর অধ্যাপক এবং যুক্তরাজ্যের আল বালাঘ একাডেমির ইসলামিক সাইকোলজি এন্ড কাউন্সেলিং-এর পরিচালক (Prof. Dr. G. Hussein Rassool, Islamic Psychology Centre for Islamic Studies & Civilizations, Charles Sturt Deltin 7 Aviator গেম টাকা ইনকাম, Australia and Director, Islamic Psychology & Counselling, Al Balagh Academy, UK)।
০৭/০৭/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়