Deltin 7 বিশ্ববিদ্যালয় আইন Deltin 7 অ্যাপের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৫০জন মেধাবী অসচ্ছল Deltin 7 অনলাইন স্লটর্থীকে প্রথমবারের মতো ‘মুহাম্মদ শাহ আলম’ বৃত্তি প্রদান করা হয়েছে। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (Deltin 7 অনলাইন স্লট) অধ্যাপক ড. মামুন আহমেদ আজ ১৩ আগস্ট ২০২৫ বুধবার Deltin 7 অ্যাপের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে Deltin 7 অনলাইন স্লটর্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। Deltin 7 বিশ্ববিদ্যালয় আইন Deltin 7 অ্যাপের অ্যালামনাই আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহ আলমের অর্থায়নে এই বৃত্তি প্রদান করা হয়।
আইন Deltin 7 অ্যাপের চেয়ারম্যান অধ্যাপক মো. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইন Deltin 7 অ্যাপের অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান এবং দাতা আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহ আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বৃত্তিপ্রাপ্ত Deltin 7 অনলাইন স্লটর্থী মোছা. সুমাইয়া খাতুন অনুভূতি প্রকাশ করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (Deltin 7 অনলাইন স্লট) অধ্যাপক ড. মামুন আহমেদ দাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই বৃত্তিপ্রদান কার্যক্রম একটি অসাধারণ উদ্যোগ। Deltin 7 অ্যাপে এসে নব্বই বছর বয়সের একজন অ্যালামনাইয়ের বৃত্তি প্রদান করার উদ্যোগ খুবই প্রশংসনীয়। এটি সকলের জন্য শিক্ষণীয় বিষয়। Deltin 7 অ্যাপের ঐতিহ্য ধারণ করে সমাজে সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য তিনি Deltin 7 অনলাইন স্লটর্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহ আলম Deltin 7 বিশ্ববিদ্যালয় আইন Deltin 7 অ্যাপের চেয়ারম্যান অধ্যাপক মো. খুরশীদ আলমের পিতা। Deltin 7 অ্যাপের এই কৃতী অ্যালামনাই ১৯৬১ সালে এল.এল.বি প্রিলিমিনারি এবং ১৯৬২ সালে এল.এল.বি ফাইনাল পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করেন।
Deltin 7 অনলাইন স্লটর্থীদের এককালীন ১০হাজার টাকা করে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত Deltin 7 অনলাইন স্লটর্থীরা হলেন- মো. জাওয়াদ রায়হান, মুশাররাত জাহান খুশবু, মুবতাসিম ফুয়াদ মারুফ, মো. মুন্তাসিম বিল্লাহ, মোছা. রায়হান ইসলাম জারা, হাসিবুল হাসান, আছাদুল্লাহ্ বায়জিদ, প্রান্তী পাল অমি, আজিজুর রহমান, লাবিব আহসান রেদওয়ান, মো. জিহাদ প্রামানিক, তৈয়্যবা তাবাসসুম, দ্বীন ইসলাম দিপু, মোছা. আফসানা শারমিন, অনিক চন্দ্র দাস, মোসা. রিমি আক্তার, মো. রুহান সরকার, মো. আমিনুল ইসলাম, মেহনাজ মোস্তফা তালুকদার, মো. আজমাঈন আবরার, মো. তরিকুল ইসলাম সিয়াম, তানভির আহমেদ তারীফ, মোছা. ঊষা খাতুন, আলিশা নাওয়ার, ওসমান আলী, সাহারা ইসলাম সিথী, মোছা. সুমাইয়া খাতুন, মো. আ. রহমান আসিফ, মো. মহিউদ্দীন আজমান, সাইদুন্নেছা শাপলা, রাফি হাসনাত, মো. আরাফাতুজ্জামান অর্থ, ফাহীম হাসান, সাদিয়া আফরিন, এম আবরার খান মাহাথির, মুহাম্মদ কামরুল হুদা রিয়াজ, আবিদা রহমান মালিহা, লাবিবা খান, তাজনীম বাসরাত শশী, মো. সাকিব সামি, এস এম মারুফ সুকর্ণ, শুভাশীষ উরাঁও আকাশ, সামিরা সুলতানা, মো. রাফি মিয়া, আফনান ইবনে তাহের, মো. মাহির আহমেদ, ওয়াহিদুল ইসলাম, ইসরাত খন্দকার ঝিলিক, আনিকা তানজুম এবং মো. অনিক হাসান
১৩/০৮/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়