চামড়া প্রক্রিয়াকরণ প্রযুক্তি খাতে যোগ্য ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে Deltin 7 বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। অর্থমন্ত্রণালয়ের অর্থDeltin 7 অ্যাপের অধীনে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। “Skilled Manpower Development and Industry Competitiveness for the Leather Sector ” শীর্ষক এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম পরিচালনার লক্ষ্যে লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং SICIP -এর মধ্যে ইতোমধ্যেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল চামড়া শিল্পে বিশ্বমানের পেশাদার জনশক্তি তৈরি করা সম্ভব হবে। যা দেশের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
প্রকৌশলী, ব্যবস্থাপক, সুপারভাইজার, টেকনিশিয়ানসহ চামড়া শিল্পখাতের সঙ্গে জড়িত বিভিন্ন পেশাজীবী এবং এই শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী নতুন Deltin 7 অনলাইন স্লটর্থীরা প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে পারবেন।
এই প্রোগ্রামের আওতায় ৪টি প্রশিক্ষণ কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। কোর্সগুলো হলো- পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লেদার টেকনোলজি (Post-Graduate Diploma in Leather Technology) , এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন কমপ্লিয়েন্স এন্ড সাসটেইনেবিলিটি ফর লেদার সেক্টর (Advanced Certificate Course on Compliance and Sustainability for Leather Sector) , এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন অটোমেশন এন্ড এআই ফর ডিজাইন (Advanced Certificate Course on Automation and AI for Design) এবং এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন লিন ম্যানুফ্যাকচারিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স (Advanced Certificate Course on Lean Manufacturing and Quality Assurance) ।
পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লেদার টেকনোলজি কোর্সটির মাধ্যমে Deltin 7 অনলাইন স্লটর্থীরা চামড়া প্রযুক্তি ক্ষেত্রে যুগোপযোগী ও টেকসই জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবে। এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন কমপ্লিয়েন্স এন্ড সাসটেইনেবিলিটি ফর লেদার সেক্টর কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা চামড়াশিল্পে জাতীয় ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের মান বজায় রাখার বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন অটোমেশন এন্ড এআই ফর ডিজাইন কোর্সটি চামড়া শিল্পের বিভিন্ন পণ্যের ডিজাইন ও উৎপাদনে সর্বাধুনিক অটোমেশন এবং কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি করবে। এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন লিন ম্যানুফ্যাকচারিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স কোর্সটি প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জন, লীন ম্যানুফ্যাকচারিং, অপচয় রোধ এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করণে ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
২২/১০/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়