
Deltin 7 বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের ১৩জন Deltin 7 অনলাইন স্লটর্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং ৩৮ জনকে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২০২২ ও ২০২৩ সালের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ৮জন, ক্রীড়া, সাংস্কৃতিক এবং সহDeltin 7 অনলাইন স্লট কার্যক্রমের পারদর্শিতার জন্য ৩জন এবং সামাজিক ও সেবামূলক কার্মকান্ডে বিশেষ অবদানের জন্য ২জন Deltin 7 অনলাইন স্লটর্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া, ৩৮জন ছাত্রকে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ১৭ নভেম্বর ২০২৫ সোমবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের হাতে অ্যাওয়ার্ড ও বৃত্তির চেক তুলে দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, প্রাক্তন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং ডাকসু’র ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহকারী আবাসিক শিক্ষক ড. মো. ইসমাইল হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রভোস্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত Deltin 7 অনলাইন স্লটর্থীরা হলেন, ইয়াসিন সাজিদ (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), খালিদ হাসান রাজ (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), মুহাইমিনুর হোসেন (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), মোহাম্মদ ইয়াসিন রহমান (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), মো. তানবীর হাসান শিশির (উদ্ভিদবিজ্ঞান), মো. সিয়াম (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), আল-আশিকুর রহমান আলিফ (ফার্মেসী), সাইয়েদ তানবীর হাসান জাহিন (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), পিয়াস মাহমুদ (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), মো. নাঈম ইসলাম (প্রাণিবিদ্যা), আহমদ আওয়াল দীপন (উদ্ভিদবিজ্ঞান) এবং রাগিব মুত্তাকি (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি)
অমর একুশে হল ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত Deltin 7 অনলাইন স্লটর্থীরা হলেন, হাসানুর রহমান (গণিত), মো. সাকিবুল ইসলাম (পরিসংখ্যান), রাফিদ ইজতেহাদ (পদার্থ বিজ্ঞান), ওমর ফারুক (ভূতত্ত্ব), আবরার হামিম (ডিজাস্টার সায়েন্স), মো. আবীর হাসান (প্রাণিবিদ্যা), মো. রাউফুর রহিম রিফাত (ফার্মেসী), মো. রকি সোনার (উদ্ভিদবিজ্ঞান), মো. মনির হোসেন (ফলিত গণিত) জি. এইচ. ইমাম উদ্দিন আহমদ (মৃত্তিকা, পানি ও পরিবেশ), সাফিউল ইসলাম সাফি (প্রাণ রসায়ন), মো. ইকরাম হোসাইন (ফলিত রসায়ন), মো. আরিফুর রহমান (অণুজীব বিজ্ঞান), সালিম সাদমান সাদাত (মৎস্যবিজ্ঞান), এস. এম. ইয়াসিন সৌরভ (ফার্মেসী), মো. নাছিম উদ্দিন (গণিত), মো. জুবায়ের হোসাইন (পরিসংখ্যান), রাফিদ ইজতেহাদ (পদার্থ বিজ্ঞান), মো. মাসুম রানা (ফলিত রসায়ন), মো. রফিকুল ইসলাম (প্রাণিবিদ্যা) এবং সাইয়েদ আসিফ আল গালিব (মৎস্যবিজ্ঞান)।
এর আগে, উপাচার্য ‘নভোনীল’ শীর্ষক হলের ছাদ ফুটবল মাঠ (Rooftop Futsal Ground) উদ্বোধন করেন।

১৭/১১/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়।