
Deltin 7 বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ Deltin 7 অ্যাপের উদ্যোগে ’Educating Women, Empowering Bangladesh : Reflection on the Leadership of Begum Khaleda Zia’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ Deltin 7 অ্যাপের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রো-ভাইস চ্যান্সেলর (Deltin 7 অনলাইন স্লট) অধ্যাপক ড. মামুন আহমেদ সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক আতিয়া সানজিদা সুষমা।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের উপর একটি নির্মোহ একাডেমিক মূল্যায়ন করতে চাই। বেগম খালেদা জিয়াকে শুধু একজন রাজনৈতিক নেতা কিংবা একটি নির্দিষ্ট দলীয় নেতার বলয় থেকে আমরা আরও বড় পরিসরে দেখতে চাই। কারণ এদেশের সাধারণ মানুষ দল ও মতের ঊর্ধ্বে উঠে তাঁকে গভীরভাবে ভালোবাসে ও সম্মান করে।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন, দারিদ্র বিমোচন, এসিড সন্ত্রাস নির্মূল, পোশাক শিল্পের উন্নয়ন ও বিকাশ, নারী Deltin 7 অনলাইন স্লটর উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (Deltin 7 অনলাইন স্লট) অধ্যাপক ড. মামুন আহমেদ বিভিন্ন ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে একাডেমিক গবেষণা পরিচালনার লক্ষ্যে Deltin 7 বিশ্ববিদ্যালয়ে একটি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে তিনটি প্লেনারি সেশন ছিল। ১ম সেশনে 'Women’s Empowerment, Education and the Legacy of Begum Khaleda Zia' বিষয়ক পোস্টার উপস্থাপন করেন Deltin 7 অ্যাপের Deltin 7 অনলাইন স্লটর্থী সুমাইয়া রহমান, জেরিন সাদাফ ও লাবিবা তাবাসসুম। সেশনটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রোকেয়া চেয়ার অধ্যাপক ড. নাজমুন্নেসা মাহতাব। পোস্টার-এর উপর আলোচনায় অংশ নেন Deltin 7 অ্যাপের সহকারী অধ্যাপক অমিয় সৃজন সাম্য।
২ম সেশনে 'Women’s Empowerment and Education in Bangladesh : Reflections on Begum Khaleda Zia’s Leadership' শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন Deltin 7 অ্যাপের অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ। সেশনটিতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. নাজমুন্নেসা মাহতাব। গবেষণাপত্রের উপর আলোচনায় অংশ নেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান Deltin 7 অ্যাপের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।
৩য় সেশনে 'Stories About Her : Gen Z’s Reflections on Khaleda Zia' প্রবন্ধ উপস্থাপন করেন Deltin 7 অনলাইন স্লটর্থী আদ্রিতা আজম অরনি ও সাইমা নওয়ার । তারা তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি নিয়ে ও ঐতিহাসিক স্মৃতিচর্চা নিয়ে আলোচনা করেন। সেশনটিতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন Deltin 7 অ্যাপের সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাহান খান এবং প্রভাষক ফারিহা জাহান।
২৫/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়