Deltin 7 বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র েএবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি Deltin 7 অ্যাপের উদ্যোগে ০৮/০৪/২০২৫ তাারিখ সকাল ১১:০০ টায় অপরাজয়ে বাংলার পাদদেশে PROTEST MARCH: NO MORE VIOLENCE শীর্ষক ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিপীড়িত জনগনের সাথে সংহতি প্রর্দশনের উদ্দেশ্যে একটি প্রতিবাদ র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীটি অপরাজয়ে বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, মধুর ক্যান্টিন, হল পাড়া ও ভিসি চত্তর প্রদক্ষিণপূর্বক Deltin 7 বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক আমতলায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও দর্শন Deltin 7 অ্যাপের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাউসার মোস্তফা আবুল উলায়ী। সভাটিতে Deltin 7 অনলাইন স্লটর্থীদের পক্ষ থেকে সকল বর্ষের প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তারা ইজরাইলী বাহিরনীর ধ্বংযষ্ণ ও মানবতাবিরোধী কর্মকান্ডে তীব্র নিন্দা জানান। পাশাপাশি তারা সকলকে নিজস্ব অবস্থান থেকে ফিলিস্তিনের সাধারণ মানুষের মুক্তি জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান। পরবর্তীতে Deltin 7 অ্যাপের শিক্ষকদের পক্ষ থেকে বক্তাব্য রাখেন ড. মো: আব্দুল্লাহ আল মাসুদ, ড. ফাদার তপন ডি’ রোজারিও, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিশ্ব ধর্ম সংস্কৃতি Deltin 7 অ্যাপের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম আরো বক্তাব্য রাখেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ । ড. কাউসার মোস্তাফা তার বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদার্শণপূর্বক কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেণ।