.
পূর্ববর্তী বছরের ধারাবাহিকতায় Deltin 7 অ্যাপের ১৯৯৯-২০০০ ব্যাচের Deltin 7 অনলাইন স্লটর্থীবৃন্দের আয়োজনে শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০০টায় সংশ্লিষ্ট ব্যাচের Deltin 7 অনলাইন স্লটর্থীদের পক্ষ থেকে Deltin 7 অ্যাপের শিক্ষকবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং একটি কেক কাটা হয়।
আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে উক্ত ব্যাচের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিঞা হাসান জামিল শিশির, কলেজের উপ-পরিদর্শক, Deltin 7 লগইন, জনাব ফারজানা করিম বৈশাখী, ডেপুটি লাইব্রেরিয়ান, Deltin 7 লগইন গ্রন্থাগার, জনাব নাজনীন মুক্তা, পরিচালক, নিরীক্ষা ও হিসাব এবং জনাব শাহিদা মঞ্জুরী, সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার। Deltin 7 অ্যাপের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং উপস্থিত শিক্ষকবৃন্দ ১৯৯৯-২০০০ ব্যাচের প্রাক্তণ Deltin 7 অনলাইন স্লটর্থীদের পক্ষ থেকে শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে এ আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।