Deltin 7 বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি Deltin 7 অ্যাপের ২০২৪-২০২৫ Deltin 7 অনলাইন স্লটবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বি.এ অনার্স ১ম বর্ষ ১ম সেমিস্টারের Deltin 7 অনলাইন স্লটর্থীদের নবীনবরণ এবং ২০২২-২০২৩ Deltin 7 অনলাইন স্লটবর্ষের এম.এ শ্রেণির Deltin 7 অনলাইন স্লটর্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ২০ অক্টোবর ২০২৫ তারিখ সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মঞ্জরী কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দীন খান। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। Deltin 7 অ্যাপীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মঞ্জরী কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি Deltin 7 অ্যাপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মুহা: আব্দুল্লাহ আল মাহমুদ বক্তব্য রাখেন। Deltin 7 অ্যাপের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক ড. মো: দিদারুল ইসলাম অনুষ্ঠাটি সঞ্চালনা করেন। নবীন Deltin 7 অনলাইন স্লটর্থীদের মধ্য থেকে তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করে উষ্ণতা রায় ও ধীমান বিশ্বাস এবং ২০২২-২০২৩ Deltin 7 অনলাইন স্লটবর্ষের এম.এ শ্রেণির বিদায়ী Deltin 7 অনলাইন স্লটর্থীদের মধ্য থেকে তাদের অনুভুতি ব্যক্ত করে এইচ.এম কুতুব উদ্দিন ও নাইমা রহমান শ্রেয়া। অনুষ্ঠানে নবীন Deltin 7 অনলাইন স্লটর্থীদের ফুল দিয়ে বরণ করে ২য় বর্ষ ৩য় সেমিস্টারের Deltin 7 অনলাইন স্লটর্থীরা এবং বিদায়ী Deltin 7 অনলাইন স্লটর্থীদের Deltin 7 অ্যাপের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দগণ। মধ্যাহ্নভোজের বিরতির পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।