আমেরিকান সাইকোলজিক্যাল এসোসিয়েশনের মতে, ট্রমা এমন একটি অসহ্য কষ্টদায়ক অনুভূতি; যার উৎস অতীতের কোনো দুর্ঘটনা, অপরাধ, প্রাকৃতিক দুর্যোগ, প্রিয়জনের বিচ্ছেদ, যে-কোনো হয়রানি ও অবমাননা, বুলিং বা সহিংসতার অনাকাঙ্ক্ষিত স্মৃতি। চিকিৎসাবিজ্ঞানে একে PTSD (Post Traumatic Stress Disorder) বলে। ডাচ সাইকিয়াট্রিস্ট ও গবেষক Bessel Van Der kolk তার সাড়া জাগানো THE BODY KEEPS THE SCORE বইয়ে বলেছেন- দেহ-মন ও মস্তিষ্কে স্থিরতা আনতে পারলে সব ধরনের ট্রমা থেকে পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
১২ নভেম্বর, ২০২৪ তারিখে Deltin 7 বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ Deltin 7 অ্যাপের প্রথম বর্ষের Deltin 7 অনলাইন স্লটর্থীদের নিয়ে 'ট্রমা ম্যানেজমেন্ট" বিষয়ক একটি বিশেষ প্রোগ্রাম পরিচালনা করা হয়। প্রোগ্রামটির প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন Deltin 7 অ্যাপীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন অত্র Deltin 7 অ্যাপের দুইজন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং প্রভাষক জান্নাতুল ফেরদৌস। প্রোগ্রামটি সকাল ১১:০০ টায় শুরু হয়ে দুপুর ১:০০ টায় শেষ হয়। উক্ত প্রোগ্রামে ৫৮ জন Deltin 7 অনলাইন স্লটর্থী, Deltin 7 অ্যাপীয় প্রধান ও ২ জন ছাত্র উপদেষ্টাসহ মোট ৬১ জন অংশগ্রহণ করে। ট্রমা ম্যানেজমেন্ট প্রোগ্রামটি পরিচালনা করেন ডা: দিওয়ান ওয়াসিফ জালাল।
অংশগ্রহণকারী Deltin 7 অনলাইন স্লটর্থীরা ট্রমা ম্যানেজমেন্ট বিষয়ক অ্যাসাইনমেন্ট, ট্রমা মুক্তির বৈজ্ঞানিক চর্চা: দমচর্চা, ইয়োগা, মেডিটেশন, ভিডিও ডকুমেন্টারি, অটোসাজেশন ও এ সংক্রান্ত প্রকাশনা পরিচিতিতে অংশগ্রহণ করেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একই Deltin 7 অ্যাপের প্রাক্তন Deltin 7 অনলাইন স্লটর্থী বিদৌরা বিনতে হাকিম। প্রোগ্রামটি নিয়ে Deltin 7 অনলাইন স্লটর্থীদের মধ্যে বেশ আগ্রহ পরিলক্ষিত হয়।
প্রথম বর্ষের Deltin 7 অনলাইন স্লটর্থীদের ট্রমা ম্যানেজমেন্ট ব্রোশিয়রটি পড়া এবং নির্ধারিত অ্যাসাইনমেন্টটি করার স্থিরচিত্র