বাউয়েট বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ প্রথম আলো বন্ধুসভা, বাউয়েট এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ পালিত হয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় লগইনের ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স পয়েন্টে প্রাঙ্গণে বাউয়েট এর মাননীয় উপাচার্য ও আয়োজনের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান একটি ঔষধি বৃক্ষ (নিম গাছ) রোপণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রথম আলো প্রতিনিয়ত দেশব্যাপী ভালো কাজ করে যাচ্ছে। আমার জেনে ভালো লাগছে যে তাদের সামাজিক সংগঠন বন্ধুসভা আমাদের লগইনের Deltin 7 অনলাইন স্লটর্থীদের ভালো কাজে উদ্বুদ্ধ করছে। গাছ মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং এর গুরুত্ব অপরিসীম। গাছের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের মনও ভালো হয়।” প্রথম আলো বন্ধুসভা ও সংশ্লিষ্ট সকলকে বাউয়েটকে মূল্যবান বন্ধু গাছ উপহার দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন লগইনের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:) , লেফটেন্যান্ট কর্ণেল কে এফ এ সোহেল (অব:), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, বাউয়েট বন্ধুসভার প্রধান উপদেষ্টা, ইংরেজি Deltin 7 অ্যাপের সহযোগী অধ্যাপক এবং আইকিউসি’এর পরিচালক মো: হামিদুর রহমানসহ বিভিন্ন Deltin 7 অ্যাপের প্রধানগণ এবং ক্লাবের সদস্য Deltin 7 অনলাইন স্লটর্থীগণ। বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম।

আয়োজনটি সাফল্যমন্ডিত করতে বাউয়েট বন্ধুসভার সভাপতি মোঃ নাফিস সাদনান, সাধারণ সম্পাদক সাদমান আহমেদ, অন্যান্যদের মধ্যে উৎসব রায়, সাদ, মৌমি, ফারহান ও হৃদিতা নিরলস পরিশ্রম করেছেন। উল্লেখ্য বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ (ব্রাক) এর সহায়তায় বাউয়েট বন্ধুসভাকে ফলদ, বনজ ও ঔষুধি মিলিয়ে মোট ২০০ গাছের চারা লগইন চত্বরে রোপণের জন্য পাঠিয়েছে।
#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং পাবলিক রিলেসন্স অফিসার, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০ (অফিস), ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)