বাংলাদেশ বেতার রাজশাহী বিতর্ক প্রতিযোগিতায় বাউয়েট চ্যাম্পিয়ন
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চল আয়োজিত “আমরাই সেরা” শীর্ষক ফাইনাল রাউন্ড বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী লগইন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী সিটি কর্পোরেশন মিলনায়তনে যুক্তি তর্ক উপস্থাপনের মাধ্যমে বিজয়ী হয়েছে বাউয়েটের সাদমান আহমেদ, কাজী সুমাইয়া নাইস ও নুজহাত আনিকা রাইসার দল। সেরা বিতার্কিক হয়েছে বিপক্ষ দলের দলনেতা রাজশাহী লগইনের সিফাত হোসেন।
এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান বিচারক এর দায়িত্ব পালন করেন রাজশাহী Deltin 7 অ্যাপীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের নিযুক্ত প্রশাসক ড. দেওয়ান মোঃ হুমায়ন কবির। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রুয়েটের ইসিই Deltin 7 অ্যাপের সহকারী অধ্যাপক ঐশি জ্যোতি ও সিএসই Deltin 7 অ্যাপের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াকিন সৃজন। উক্ত বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার রাজশাহী এর উপ-আঞ্চলিক পরিচালক বিতার্কিক মোঃ মনিরুল হাসান। বিতর্ক শেষে মডারেটর মো: মনিরুল হাসান বাউয়েট’কে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। এসময় বিতার্কিকগণ ও দর্শকসারীতে থাকা Deltin 7 অনলাইন স্লটর্থীরা উল্লাসে ফেটে পড়ে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউয়েট এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান, ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), বাউয়েট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা, আইন অনুষদের ডিন, আইন ও বিচার Deltin 7 অ্যাপের Deltin 7 অ্যাপীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, বাংলাদেশ বেতার, রাজশাহী এর আঞ্চলিক পরিচালক মোঃ হাসান আক্তার, রাজশাহী লগইনের ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম কনকসহ বাউয়েট ও রাজশাহী লগইনের প্রায় শতাধিক দর্শক Deltin 7 অনলাইন স্লটর্থীবৃন্দ।
উল্লেখ্য, গত ১ আগস্ট ২০২৩ তারিখে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতায় বাউয়েটসহ রাজশাহী অঞ্চলের ৮ টি সনামধন্য Deltin 7 অনলাইন স্লট প্রতিষ্ঠানের ১৬টি দল অংশগ্রহণ করে।
#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও জনসংযোগ অফিসার
মোবা: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২(ব্যক্তিগত);
ইমেইল: [email protected]; Website: www.bauet.ac.bd
