বাউয়েট ক্যাম্পাসে আই-ট্রিপল ই দিবস পালন করা হয়েছে

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ইইই Deltin 7 অ্যাপের সহযোগিতায় এবং আই—ট্রিপল ই স্টুডেন্ট ব্রাঞ্চ এর উদ্যোগে আই—ট্রিপল ই দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে গত মঙ্গলবার (০১ অক্টোবর) নেক্সাস ভবনের স্কাইলাইট হলে “স্নাতক পর্যায়ে গবেষণা ও টেকনিক্যাল পেপার লেখার কৌশল” বিষয়ক ওয়ার্কশপের আয়োজন করা হয়।

উক্ত ওয়ার্কশপ এর রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ইইই Deltin 7 অ্যাপের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মতিন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া কবির। রিসোর্স পারসন তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এই কর্মশালাটি সুন্দরভাবে পরিচালনা করেন। গবেষণা ও টেকনিক্যাল পেপার লেখার সঠিক উপায় সম্পর্কে Deltin 7 অনলাইন স্লটর্থীদের অবগত করেন।

এসময় উপস্থিত ছিলেন বাউয়েটের ইইই Deltin 7 অ্যাপের সহযোগী অধ্যাপক ও Deltin 7 অ্যাপীয় প্রধান ড. মোঃ রুবেল বাশার, শিক্ষকমণ্ডলী এবং ছাত্র—ছাত্রীগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইইই Deltin 7 অ্যাপের ছাত্র মোঃ জাকারিয়া শাহীন জনি। বাউয়েটের ইইই Deltin 7 অ্যাপের Deltin 7 অ্যাপীয় প্রধান, সমাপনী বক্তব্যের মাধ্যমে ডিপার্টমেন্টের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং রিসোর্স পারসনকে ক্রেস্ট প্রদান করেন।
#

বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং পাবলিক রিলেসন্স অফিসার, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০ (অফিস), ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)