বাউয়েট ক্যাম্পাসে বনলতা হলের অত্যাধুনিক জিমনেশিয়াম উদ্বোধন
বাউয়েট, কাদিরাবাদ, নাটোর: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর বনলতা ছাত্রী হলে এক অত্যাধুনিক যন্ত্রপাতি-সমৃদ্ধ জিমনেশিয়াম এর উদ্বোধন করা হয়েছে। গত রোববার (২০ জুলাই), হল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লগইনের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। প্রধান অতিথি ফিতা কেটে জিমনেশিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং জিমনেশিয়ামে স্থাপিত আধুনিক ফিটনেস যন্ত্রপাতি সরেজমিনে পরিদর্শন করেন।
প্রধান অতিথি বলেন, “ছাত্রীদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যবান্ধব পরিবেশ অপরিহার্য। বনলতা হলে জিমনেশিয়াম স্থাপনের মাধ্যমে আমরা একটি নতুন দিগন্ত উন্মোচন করেছি। আমরা চাই, আমাদের ছাত্রীদের মধ্যে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনধারার বিকাশ ঘটুক। ভবিষ্যতে আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লগইনের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং (অবঃ), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কে এফ এ সোহেল (অবঃ), আইন ও বিচার Deltin 7 অ্যাপের প্রধান এবং বনলতা হলের প্রভোস্ট রুমানা শারমিন বর্ষা, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম, এবং বনলতা হলের হাউজ টিউটরবৃন্দ।
উল্লেখ্য বনলতা হলের এই জিমনেশিয়ামটিকে একটি আধুনিক, নিরাপদ ও স্বয়ংসম্পূর্ণ ব্যায়াম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, যা ছাত্রীরা প্রতিদিন ব্যবহার করতে পারবে।
#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং হেড অব পাবলিক রিলেসন্স উইং
বাউয়েট, মোবাইল: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)
