বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর পুরকৌশল Deltin 7 অ্যাপের সহযোগিতায় ন্যাচার এন্ড এনভারমেন্ট ক্লাব এর উদ্যোগে ‘ বিশ্ব পরিবেশ দিবস ২০২৪’ উদযাপন করা হয়। বুধবার (০৫ জুন) ক্যাম্পাসের একাডেমিক ভবনের প্লাজা প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান উন্মোচন করেন লগইনের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র—ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বাউয়েট প্লাজা থেকে বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্লাজায় এসে শেষ হয়। এবারের বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ এর প্রতিপাদ্য বিষয় ছিল “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।”

প্রধান অতিথি বলেন, ‘আমাদেরকে বন উজাড়ের বিরুদ্ধে লড়াই করতে এবং বন পুনরুদ্ধারকে উন্নীত করতে অবশ্যই যার যার অবস্থান থেকে পদক্ষেপ নিতে হবে। মানব জাতিকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সবার আগে পরিবেশকে বাঁচাতে হবে। আমরা প্রত্যেকে আগামী সাত দিনের মধ্যে আমাদের বাড়ির আশেপাশে কমপক্ষে একটি করে গাছ লাগাবো এবং পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হয় এমন কাজ থেকে নিজেদের বিরত রাখবো।’

প্রধান অতিথি র‌্যালি শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লগইনের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে: কর্ণেল শেখ সানি মোহাম্মদ তালহা (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা Deltin 7 অ্যাপের প্রধান অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার Deltin 7 অ্যাপের প্রধান প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, অন্যান্য Deltin 7 অ্যাপের প্রধানগণ, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা-কর্মচারী এবং Deltin 7 অনলাইন স্লটর্থীবৃন্দ। বৃক্ষ রোপণের পরে দোয়া ও মোনাজাত করেন বাউয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মো. আল-আমিন। এছাড়া দিবসটি স্মরণীয় করে রাখার জন্য ন্যাচার এন্ড এনভারমেন্ট ক্লাবের পঞ্চাশ জন সদস্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্যাম্পাস প্রাঙ্গণ ও কাদিরাবাদ সেনানিবাস এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে। দিবসটি উদযাপনের জন্য সমন্বয়কারী ছিলেন পুরকৌশল Deltin 7 অ্যাপের প্রধান সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মো. মাহমুদুর রহমান, সহকারী অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন এবং সার্বিক দায়িত্ব পালন করেন ন্যাচার এন্ড এনভারমেন্ট ক্লাবের সভাপতি পুরকৌশল Deltin 7 অ্যাপের প্রভাষক তানজিমা ফাহমিদ।