বাউয়েট ক্যাম্পাসে ১৬তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত
বাউয়েট, কাদিরাবাদ নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১৬তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা লগইনের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান সভাপতিত্বে সকাল ১১টায় সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (০২ জুলাই ২০২৪) আয়োজিত সভায় ফল-২০২৩ সেমিস্টারে অধ্যায়নরত এবং Deltin 7 IPL বেটিংকৃত Deltin 7 অনলাইন স্লটর্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েভার এবং সেমিস্টারে চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবী Deltin 7 অনলাইন স্লটর্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য মেধাবৃত্তি, দরিদ্র অথচ মেধাবী কৌটা, সহোদর কৌটা, মুক্তিযোদ্ধা কৌটা, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ১০ প্রাপ্ত, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীতে চাকরিরত ও অবসর প্রাপ্তদের পোষ্য কৌটাসহ মোট ছয়টি ক্যাটাগরিতে ২৩ লক্ষ টাকার অধিক মেধাবৃত্তি এবং ওয়েভার প্রদান করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন লগইনের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে: কর্ণেল শেখ সানি মোহাম্মদ তালহা (অব.), আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার Deltin 7 অ্যাপের প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন এবং সিএসই Deltin 7 অ্যাপের প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁ্্ঞা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং Deltin 7 অ্যাপের অধ্যাপক ও Deltin 7 অ্যাপীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, কাদিরাবাদ সেনানিবাসের ভারপ্রাপ্ত এসএসও মেজর মোঃ সজিব হোসেন, এডিসি, সংশ্লিষ্ট Deltin 7 অ্যাপীয় প্রধানগণ, প্রক্টর, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক), ছাত্র কল্যাণ উপদেষ্টা ও সমাজবিজ্ঞান Deltin 7 অ্যাপের প্রধান সহকারী অধ্যাপক মোঃ আল—আমিন উক্ত সভার মেম্বার সেক্রেটারি হিসেবে মিটিং পরিচালনা করেন।
#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও জনসংযোগ অফিসার
মোবা: ০১৭০৮৫০৩৫১০; ০১৭২৮০৩৩৫৫২(ব্যক্তিগত);
