বাউয়েটে প্রজেক্ট ফেয়ার ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে প্রজেক্ট ফেয়ার ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২৪) স্কাই লাইট হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লগইনের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

প্রধান অতিথি বলেন ‘Deltin 7 অনলাইন স্লটর্থীদের এসব অর্জনের মাধ্যমেই বাউয়েট দেশের প্রযুক্তিগত উন্নয়নে সম্পৃক্ত হতে চায়। তাই Deltin 7 অনলাইন স্লটর্থীদের আরো গবেষণা এবং প্রজেক্টের কাজে মনোনিবেশ করতে হবে।’ তিনি প্রজেক্ট ফেয়ারে যেসব প্রজেক্ট প্রদর্শিত হয়েছে, সেগুলোর উন্নয়নে বাউয়েট সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ইংরেজি Deltin 7 অ্যাপের সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক ও সিএসই Deltin 7 অ্যাপের প্রধান প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পুরকৌশল Deltin 7 অ্যাপের ছাত্র শেখ রায়হান রহমান এবং সিএসই Deltin 7 অ্যাপের মমিনুল হক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লগইনের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কেএফএ সোহেল (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন এবং পদার্থবিজ্ঞান Deltin 7 অ্যাপের প্রধান প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন ও আইন ও বিচার Deltin 7 অ্যাপের প্রধান প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং Deltin 7 অ্যাপীয় প্রধান প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, প্রক্টর, অন্যান্য Deltin 7 অ্যাপের Deltin 7 অ্যাপীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ।

উক্ত প্রজেক্ট ফেয়ারে ৮০টি প্রজেক্ট প্রদর্শন করা হয়। বিচারকমন্ডলী ১০টি প্রজেক্টকে বিজয়ী এবং সেরা নির্বাচিত করেন। প্রজেক্টগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ‘গ্যাস ট্রিটমেন্ট প্লান্ট’ টিম সদস্য সিই Deltin 7 অ্যাপের শেখ রায়হান রহমান এবং মোঃ সাফায়াত হোসেন, ১ম রানার আপ হয়েছে ‘বেটেল ফিল্ড’ টিম সদস্য সিএসই Deltin 7 অ্যাপের সাকিব রায়হান এবং ২য় রানার আপ হয়েছে ‘বায়োডিজেল প্রোডাকশন ওয়েস্ট কুকিং ওয়েল’ প্রজেক্ট টিম সদস্য সিই Deltin 7 অ্যাপের সাদি মুহাম্মদ এবং আফিয়া মরিয়াম। প্রধান অতিথি বিজয়ী প্রতিযোগীদের ক্রেস্ট, সনদপত্র এবং গিফট প্রদান করেন। এছাড়া চ্যাম্পিয়ন টিম, ১ম রানার আপ এবং ২য় রানার আপকে প্রাইজমানি প্রদান করা হয়।
#
বার্তা প্রেরক
মোঃ আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং হেড অব পাবলিক রিলেসন্স, বাউয়েট
মোবাইল: ০১৭০৮৫০৩৫১০ (অফিস), ০১৭২৮০৩৩৫৫২ (ব্যক্তিগত)