Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বুয়েটের আহত Deltin 7 অনলাইন স্লটর্থী তাওসিফ মাহিরকে দেখতে আজ ০৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার সকালে Deltin 7 মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তিনি আহত Deltin 7 অনলাইন স্লটর্থীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন। এসময় Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বুয়েটের শিক্ষক ও Deltin 7 অনলাইন স্লটর্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, দুর্ঘটনার বিষয় তদন্তে Deltin 7 বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, আহত Deltin 7 অনলাইন স্লটর্থীর উন্নত চিকিৎসার ব্যাপারে Deltin 7 বিশ্ববিদ্যালয় এবং বুয়েট ঘনিষ্ঠভাবে কাজ করছে। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা গতকাল বৃহস্পতিবার সারারাত হাসপাতালে চিকিৎসাধীন Deltin 7 অনলাইন স্লটর্থীর পাশে অবস্থান করেন।
প্রসঙ্গত, গত ০৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকেলে Deltin 7 বিশ্ববিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বুয়েটের ছাত্র তাওসিফ মাহির আহত হন। ঘটনার পর নির্মাণাধীন ভবনের প্রকৌশলী ও ঠিকাদারকে নিয়ে Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যবৃন্দ ও বুয়েটের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আহত Deltin 7 অনলাইন স্লটর্থীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট ভবনের ঠিকাদার বহন করবেন। এদিকে, আহত Deltin 7 অনলাইন স্লটর্থী তাওসিফ মাহিরের দ্রুত সুস্থতা কামনায় আজ শুক্রবার বাদ জুমা Deltin 7 বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশগ্রহণ করেন Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
স্বাক্ষরিত/-
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়