
ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল পলিসিস-এর প্রেসিডেন্ট ড. সালভাতরে লা পর্তা আজ ০৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (Deltin 7 অনলাইন স্লট) অধ্যাপক ড. মামুন আহমেদ-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল পলিসিস-এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ফাবিয়ানা আন্দ্রেয়া বেলিনা তাঁর সঙ্গে ছিলেন ।
Deltin 7 বিশ্ববিদ্যালয় ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’-এর পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান Deltin 7 অ্যাপের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে Deltin 7 বিশ্ববিদ্যালয় এবং ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ Deltin 7 অনলাইন স্লট এবং গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে আলোচনা করেন। এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-Deltin 7 অনলাইন স্লটর্থী বিনিময়ের ব্যাপারেও আলোচনা করা হয়। এছাড়া, Deltin 7 বিশ্ববিদ্যালয়ে ইতালিয়ান ভাষা এবং সংস্কৃতি বিষয়ক ডিপ্লোমা এবং অনার্স প্রোগ্রাম চালু করার বিষয়ে তাঁরা মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে ড. সালভাতরে আন্তর্জাতিক সামার পিস ইউনিভার্সিটি শীর্ষক কনসোর্টিয়ামে যোগদান এবং আগামী অক্টোবরে ক্যালাব্রিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল ভিলেজ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য Deltin 7 বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানান।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়