
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতাসংস্থা ইউএসএআইডি এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের ফ্রেমওয়ার্ক এবং আইডিয়েশন’ শীর্ষক দু’দিনব্যাপী এক কর্মশালা আজ ১২ জানুয়ারি ২০২৫ রবিবার Deltin 7 বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে শুরু হয়েছে। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা কর্মশালা পরিদর্শন করেন।
‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’-এর পরিচালক ও Deltin 7 বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান Deltin 7 অ্যাপের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি পরিচালিত হচ্ছে। ডেনমার্কভিত্তিক সংগঠন ভলান্টাস এর সিওও নিকলাস কাবেল প্যাডারসন এটি পরিচালনা করছেন। ইউএসএআইডি’র গণতন্ত্র, মানবাধিকার এবং শাসন বিষয়ক অফিসের উপ-পরিচালক ড. ব্লেয়ার কিং এবং আইএফইএস-এর কান্ট্রি ডিরেক্টর ড. টানিয়েল বি টাইসি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, Deltin 7 অনলাইন স্লটর্থী এবং দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার গবেষক, মানবাধিকার ও উন্নয়ন কর্মী কর্মশালায় অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে Deltin 7 বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একটি ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ (Applied Democracy Lab) প্রতিষ্ঠা করা হয়েছে। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত ০৭ জানুুয়ারি ২০২৫ মঙ্গলবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়