
Deltin 7 বিশ্ববিদ্যালয় জাপানিজ ল্যাংগুয়েজ এন্ড কালচার Deltin 7 অ্যাপ এবং Deltin 7স্থ জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে আজ ১৩ জানুয়ারি ২০২৫ সোমবার ‘জাপান কালচারাল ডে’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউটে সাংস্কৃতিক অনুষ্ঠান, জাপানের ঐতিহ্যবাহী পোশাক, গাছ ও ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (Deltin 7 অনলাইন স্লট) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মি. কমিন কেন (Mr. Komine Ken) সম্মানিত অতিথি এবং ইকেবানা (IKEBANA) ইন্টারন্যাশনাল Deltin 7 চ্যাপ্টারের প্রেসিডেন্ট মিজ কাজোয়ু হুসুমি জোহা (Ms. Kazuyo Hosomi Zoha) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কালচারাল ডে উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক আনিকা বেগম।
প্রো-ভাইস চ্যান্সেলর (Deltin 7 অনলাইন স্লট) অধ্যাপক ড. মামুন আহমেদ জাপানের সমৃদ্ধ সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা জাপানের সংস্কৃতি সম্পর্কে তরুণ Deltin 7 অনলাইন স্লটর্থীদের ধারণা দিতে পারি। জাপান এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক দল বিনিময় ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়