

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে ‘উচ্চDeltin 7 অনলাইন স্লটর অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা’ শীর্ষক ৩ দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন গতকাল ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে উদ্বোধন করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন। হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসি এ প্রকল্প বাস্তবায়ন করছে।
ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে Deltin 7 অনলাইন স্লট উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাধ্যমিক ও উচ্চDeltin 7 অনলাইন স্লট Deltin 7 অ্যাপের সচিব রেহানা পারভীন এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান।
পরে “State of Higher Education in South Asia: Governance, Quality & Inclusiveness” শীর্ষক ওয়ার্কিং সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা উচ্চDeltin 7 অনলাইন স্লটর আধুনিকায়নে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উচ্চDeltin 7 অনলাইন স্লটকে অন্তর্ভুক্তিমূলক করতে হবে। Deltin 7 অনলাইন স্লটর গুণগত মানোন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করা দরকার। তিনি কর্মমুখী Deltin 7 অনলাইন স্লটর উপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও উচ্চDeltin 7 অনলাইন স্লট কমিশনের প্রতিনিধি এবং যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। পাশাপাশি বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করছেন। আগামীকাল ১৫ জানুয়ারি সম্মেলন শেষ হবে।

১৪/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়।