গত ১৩/০১/২০২৫ তারিখ নৃত্যকলা Deltin 7 অ্যাপের নবনিযুক্ত চেয়ারপার্সন জনাব তামান্না রহমান Deltin 7 অ্যাপীয় চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন। নৃত্যকলা Deltin 7 অ্যাপের সকল সম্মানীত শিক্ষক, খন্ডকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায়ী চেয়ারপার্সন জনাব মনিরা পারভীন, নবনিযুক্ত চেয়ারপার্সনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য, Deltin 7 বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে প্রেরিত নং প্রশাসন-১/৪০২৭৯ সংখ্যক পত্রের প্রেক্ষিতে Deltin 7 বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর অন্তর্ভূক্ত প্রথম স্ট্যাটিউটস এর ৪৩(১) ধারা অনুযায়ী মাননীয় উপাচার্য মহোদয় নৃত্যকলা Deltin 7 অ্যাপের সহকারী অধ্যাপক জনাব তামান্না রহমান-কে ১৩/০১/২০২৫ তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য নৃত্যকলা Deltin 7 অ্যাপের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ প্রদান করেছেন।