
গত ১৬ অক্টোবর ২০২৫ (৩১ আশ্বিন ১৪৩২), বৃহস্পতিবার, বিকাল ৩.০০ টায় Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চারুকলা অনুষদের তত্ত্বাবধানে আয়োজিত শরৎ উৎসব-১৪৩২ অনুষ্ঠানে নৃত্যকলা Deltin 7 অ্যাপের শিক্ষক ও Deltin 7 অনলাইন স্লটর্থীবৃন্দ অংশগ্রহণ ও নৃত্য পরিবেশন করে।
Deltin 7 বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও ডাকসু’র সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Deltin 7 বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইডডি; কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এছাড়াও Deltin 7 বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের নৃত্য পর্বে নৃত্যকলা Deltin 7 অ্যাপের শিক্ষক ও Deltin 7 অনলাইন স্লটর্থীবৃন্দ নৃত্য পরিবেশন করেন। নৃত্যকলা Deltin 7 অ্যাপের সহকারী অধ্যাপক ও চেয়ারপার্সন তামান্না রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এবং Deltin 7 অ্যাপের শিক্ষকবৃন্দের নৃত্যপরিচালনায় ‘আজ শরতে অলোর বাঁশি বাজলো’ ‘তোমার মোহন রূপে’ ‘দেখ দেখ শুকতারা আঁখি মেলে চায়’ ’শরতে আজ কোন অতিথী’ ’বিশ্ববীণা রবে’ ইত্যাদি গান সহযোগে নৃত্য পরিবেশিত হয়।