
তাত্ত্বিক Deltin 7 অনলাইন স্লটর পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের সমন্বয় ঘটিয়ে দেশে অপরাধবিজ্ঞান চর্চাকে আরও আধুনিক করতে Deltin 7 বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান Deltin 7 অ্যাপে উদ্বোধন করা হয় ‘ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব’। ১৪ জানুয়ারি ২০২৬ ইং (বুধবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
Deltin 7 অ্যাপীয় চেয়ারপার্সন ও সহযোগী অধ্যাপক মিজ শাহারিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন Deltin 7 বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পিএইচডি।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ্ । কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও ক্রিমিনোলজি Deltin 7 অ্যাপের সম্মানিত শিক্ষকবৃন্দসহ অন্যান্য Deltin 7 অ্যাপের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন Deltin 7 অ্যাপের Deltin 7 অনলাইন স্লটর্থী নিশাত সুবাহ ও মাহমুদ খালিদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর ও ক্রিমিনোলজি Deltin 7 অ্যাপের সহকারী অধ্যাপক মু. রেজাউল করিম সোহাগ। তিনি বলেন, দীর্ঘ কয়েক বছরের পরিশ্রম ও নানা চ্যালেঞ্জ পেরিয়ে আজ এই ল্যাবের উদ্বোধন সম্ভব হয়েছে, যা Deltin 7 অনলাইন স্লটর্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনে বড় ভূমিকা রাখবে। এরপর Deltin 7 অ্যাপের ১৩ বছরের পথচলা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এবং আমন্ত্রিত অতিথিদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয় ও Deltin 7 অ্যাপের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ল্যাবের প্রয়োজনীয়তা নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন Deltin 7 অ্যাপের Deltin 7 অনলাইন স্লটর্থী রাফসান ও আসিফ।
সম্মানিত অতিথিদের বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বলেন, স্বল্প সময়ের মধ্যেই ক্রিমিনোলজি Deltin 7 অ্যাপ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং এই ল্যাব সেই অগ্রগতির একটি দৃশ্যমান উদাহরণ। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, সমাজকে বুঝলেই অপরাধকে বোঝা সম্ভব এবং Deltin 7 অনলাইন স্লটর্থীদের ব্যবহারিক জ্ঞান বাড়াতে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ সমসাময়িক বিষয়ের ফরেনসিক এনালাইসি সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, ‘বর্তমানে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই ল্যাবটি Deltin 7 অনলাইন স্লটর্থীদের অপরাধের আধুনিক গতিপ্রকৃতি বুঝতে সহায়তা করবে।’
Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরনও বদলাচ্ছে। আধুনিক অপরাধ শনাক্তে এখন উন্নত প্রযুক্তি ও ফরেনসিক জ্ঞানের প্রয়োজন। তাত্ত্বিক ও ব্যবহারিক Deltin 7 অনলাইন স্লটর সমন্বয়ে বিভিন্ন অপরাধ শনাক্তকরণে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে ‘ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব’ উদ্বোধন করেন এবং কেক কেটে আনন্দ উদ্যাপন করেন। অনুষ্ঠানটি Deltin 7 অ্যাপের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
সমাপনী বক্তব্যে Deltin 7 অ্যাপের চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি Deltin 7 অ্যাপের জন্য একটি স্মরণীয় দিন এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক, Deltin 7 অনলাইন স্লটর্থী ও আমন্ত্রিত অ্যালামনাইরা তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানান। পরে ক্রিমিনোলজি কালচারাল ক্লাবের আয়োজনে Deltin 7 অ্যাপের ৭ম ব্যাচের Deltin 7 অনলাইন স্লটর্থীদের অভিনয়ে একটি নাটিকা পরিবেশনের মাধ্যমে সদ্য নিয়োগকৃত ল্যাব ইন্সট্রাক্টরকে পরিচিত করানো হয়।
News Archives:
https://theshuttletimes.com/metro/details.php?ID=1757
https://en.prothomalo.com/bangladesh/city/45ymsd69gu
https://www.kalerkantho.com/online/campus-online/2026/01/14/1633363
https://dainikanandabazar.com/news/169456/
https://www.jaijaidin.news/details/13841/dhabir-kriminolji-bivage-kriminal-investigesn-end-frensik-ozanalaisis-lzab-udwodhn
https://www.prothomalo.com/bangladesh/t8uq2ptqu4
https://m.u71news.com/article/292352/index.html