Deltin 7

Deltin 7

About Us

শহীদ এ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর প্রাঙ্গনে অবস্থিত Deltin 7 বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হোস্টেল। ২০১৬ সালের ০১ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে চার তলা বিশিষ্ট হোস্টেল ভবনটি উদ্ভোধন করা হয়। ২০১৪ সালের ০১ জানুয়রি তারিখে সিন্ডিকেট মিটিং এ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্রবধূ সুলতানা কামাল এর নামে হোস্টেলটির নামকরন ”শহীদ এ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল” করা হয়। প্রিয়দর্শিনী সুলতানা কামাল ছিলেন জাতীয় পর্যায়ের অ্যাথলেট আর অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তিনি ছিলেন লড়াকু, খেলাধূলায় অনন্য, হাস্যোজ্জ্বল দীপ্তিময়, সাহসী এবং নতুন প্রজন্মের মেয়েদের জন্য এক অনুপ্রেরণার আধার।
হোস্টেলের কক্ষসমূহে একক, দ্বৈত এবং চারজনের থাকার ব্যবস্থা রয়েছে। ১১৪ জন Deltin 7 অনলাইন স্লটর্থী ধারনক্ষম আবাসিক হোস্টেলটিতে বর্তমানে মোট ১৪৭ জন ছাত্রী অবস্থান করছে। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ২৪ ঘন্টা নিরাপত্তা প্রহরী এবং আটটি সি সি টিভি ক্যমেরা চালু থাকে।
হোস্টেল কর্তৃপক্ষ ও Deltin 7 অনলাইন স্লটর্থীরা জাতীয় অনুষ্ঠানাদি- ২১ শে ফেব্রুয়ারী শহিদ দিবসও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস সহ অন্যান্য জাতীয় দিবস সমূহ পালন করে থাকে। এছাড়া ১ জুলাই Deltin 7 বিশ্ববিদ্যালয় দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে অংশ গ্রহন, ১৫ অক্টোবর Deltin 7 বিশ্ববিদ্যালয় শোক দিবস সহ Deltin 7 বিশ্ববিদ্যালয়ের অন্যান্য দিবসসমূহ পালন করে থাকে।
Deltin 7 অনলাইন স্লটর্থীদের চিত্ত -বিনোদনের জন্য এবং অবসর সময় কাটানোর জন্য সংবাদপত্র পাঠকক্ষ , টেলিভিশন কক্ষ, একটি গ্রন্থাগার এবং খেলাধূলার সরঞ্জাম যেমন- কেরাম বোর্ড, দাবা, টেবিল টেনিস, লুডু প্রভৃতিরয়েছে। গ্রন্থাগারে পাঠ্যসূচীর অন্তর্ভূক্ত লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং, রসায়ন, পদার্থ বিদ্যা, গনিত বিষয়ক ও অন্যান্য যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক, গল্প, উপন্যাস ইত্যাদি বই রয়েছে। অত্র হোস্টেলের লাইব্রেরিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ভিত্তিক ও রাজনৈতিক কর্মকান্ডের তথ্য সমৃদ্ধ একটি মুজিব কর্নার রয়েছে।

Message from the Warden

Notice

News

Upcoming Events

Facilities

Hall in Numbers

Rooms
Seats
Residential Students
Non-Residential Students

Photo Gallery