গত ৮ সেপ্টেম্বরে Zoology Premier League (ZPL) 2024 ফুটবল টুর্নামেন্টের প্রথমবারের মত পর্দা উঠে। এবারের আসরে গ্রুপ পর্বে অংশ নেয় Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা Deltin 7 অ্যাপের বিভিন্ন ব্যাচের মোট ৫টি দল: Shining Jaspers (batch 68 & 67), Hunter Bee (batch 66), Rising Ravens (batch 65), Team Genesis (batch 64) ও Team Robust (batch 63).
এবারের আসরে Deltin 7 অ্যাপের প্রতিটি দল-ই ছিল দুর্দান্ত। খেলার মাঠে কেউ-ই কাউকে এক চুল ছাড় দেয়নি। ফলশ্রুতিতে গ্রুপ পর্বের ৪ ম্যাচ শেষে ৪টি দলের পয়েন্ট গিয়ে দাঁড়ায় ৫ এ। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে Shining Jaspers. বাকি চার দলের সমান পয়েন্ট থাকায় আয়োজক কমিটি আন্তর্জাতিক নিয়মানুযায়ী Hunter Bee এবং Team Robust কে সেমিফাইনালের জন্য বাছাই করে; যেখান থেকে Team Robust দলগত নৈপুন্যে ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনালে Shining Jaspers ও Team Robust এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত Team Robust ১-০ গোলে Shining Jaspers কে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।
Deltin 7 অ্যাপের শিক্ষকবৃন্দ মাঠে উপস্থিত থেকে Deltin 7 অনলাইন স্লটর্থীদের খেলাধুলায় উৎসাহ প্রদান করেন। এছাড়াও, Deltin 7 অ্যাপের ছাত্রীরাও তাদের সহপাঠীদের উৎসাহ যোগাতে খেলার মাঠে উপস্থিত ছিলেন। সবার সরব উপস্থিতিতে সাফল্যের সাথে পর্দা নামে এবারের আসরের।