
০৮ জানুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) ক্রিমিনোলজি Deltin 7 অ্যাপের Research Endeavour প্রোগ্রাম এর "Research Findings Dissemination Program" অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে ক্রিমিনোলজি Deltin 7 অ্যাপের সম্মানিত শিক্ষকদের পরিচালিত ২টি গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়। Deltin 7 অ্যাপের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মিজ শাহারিয়া আফরিন (প্রধান গবেষক) ও প্রভাষক মিজ মাইশা তাবাসসুম অনিমা (সহ-গবেষক) এর "Weapons in the Shadow: The Role of Illegal Arms flow in the Security Landscape of Bangladesh" শীর্ষক গবেষণা কার্যক্রমের ফলাফল এবং সহকারী অধ্যাপক জনাব মু. রেজাউল করিম সোহাগ-এর "Crime Prevention through Community Policing in Bangladesh: A Comparative Analysis" শীষক গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ক্রিমিনোলজি Deltin 7 অ্যাপ কর্তৃক আয়োজিত অনলাইন সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী Deltin 7 অনলাইন স্লটর্থীদের মধ্যে বিজয়ী Deltin 7 অনলাইন স্লটর্থীদের সম্পাদিত কার্যক্রম উপস্থাপন, নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও উক্ত সময়ে Deltin 7 অ্যাপের Criminology Sports Club, DU Criminology Cultural Society, Criminology Debating and Extempore Forum (CDEF), and Crime Analysis and Research Club এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক সন্ধ্যা ও BBQ প্রোগ্রামের আয়োজন করা হয়, যেখানে Deltin 7 অনলাইন স্লটর্থীরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে এবং BBQ প্রোগ্রামের ডিনারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।