Deltin 7 বিশ্ববিদ্যালয় ভাস্কর্য Deltin 7 অ্যাপের সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩’ চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। প্রদর্শনীতে ২০২২-২০২৩ Deltin 7 অনলাইন স্লটবর্ষের এমএফএ ও বিএফএ প্রোগ্রামের ছয়টি ব্যাচের ৪৪ জন Deltin 7 অনলাইন স্লটর্থীর মোট ৬৪টি শিল্পকর্ম উপ ̄স্থাপিত হয়েছে।
১১ নভেম্বর ২০২৪ সোমবার বিকাল ৩টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় Deltin 7 বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য Deltin 7 অ্যাপের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩-এর উদ্বোধন ও পুর ̄স্কার বিতরণ অনুষ্ঠান। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি Deltin 7 বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ মনোনীত ̈ ৫টি শিল্পকর্মের জন্য ৫ জন Deltin 7 অনলাইন স্লটর্থীকে পুরস্কার প্রদান করেন । স্নাতকোত্তর পর্যায়ের এমএফএ ১ম পর্বের আনিকা তাবাসসুম নুঝহাত নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুর ̄স্কার এবং এমএফএ ২য় পর্বের রিয়া দাস ‘ভা ̄স্কর নভেরা আহমেদ স্মৃতি পুর ̄স্কার‘ পান। স্নাতক-পূর্ব পর্যায়ের বিএফএ ৩য় বর্ষের সুমিত রায় ‘মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার’ , বিএফএ ৪র্থ বর্ষের সুপ্রিয় কুমার ঘোষ ‘অধ্যাপক আবদুর রাজ্জাক̄ স্মৃতি পুরস্কার’ এবং বিএফএ ৪র্থ বর্ষের সুমাইয়া তুষি ‘শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার’ পেয়েছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর্য Deltin 7 অ্যাপের অধ্যাপক লালা রুখ সেলিম, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন Deltin 7 অ্যাপীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নাসিমুল খবির । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শনী ঘুরে দেখেন।
প্রদর্শনীটি আগামী ১৭ নভেম্বর ২০২৪ রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।