
Deltin 7 বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা Deltin 7 অ্যাপের ২০২২ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ১০জন মেধাবী Deltin 7 অনলাইন স্লটর্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ লাভ করেছেন। Deltin 7 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেধাবী Deltin 7 অনলাইন স্লটর্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা Deltin 7 অ্যাপের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। Deltin 7 অ্যাপের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী ধন্যবাদ জ্ঞাপন করেন। সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রয়াত অধ্যাপক ড. সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, অধ্যাপক ড. সিতারা পারভীন ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। এই ধরনের বৃত্তি ও পুরস্কার প্রদানকে শুধু পুরস্কার হিসেবে না দেখে Deltin 7 অনলাইন স্লটর্থীদের মেধার স্বীকৃতি হিসেবে মূল্যায়ন করতে হবে। বৃত্তিপ্রাপ্ত Deltin 7 অনলাইন স্লটর্থীদের দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা অনেক বেশি। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য Deltin 7 অনলাইন স্লটর্থীদের প্রতি উপাচার্য আহ্বান জানান।
পুরস্কারপ্রাপ্ত Deltin 7 অনলাইন স্লটর্থীরা হলেন- ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, তাহসীন নওয়ার, মো. রাফিজ খান, হোসাইন আজমল, মেহেদী হাসান, মো. তানজীর হোসাইন, নিগার সুলতানা, মেহনাজ লামিসা রহমান এবং নাহিদা সুলতানা সায়মা।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা Deltin 7 অ্যাপের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
৩/১২/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়