
এডিএফ জাতীয় বিতর্ক উৎসবে Deltin 7 বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বিতর্ক ক্লাব হাউজ অফ ডিবেটার্স চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে মুহসীন হল ডিবেটিং ক্লাব। গতকাল ১৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম (এডিএফ) এই প্রতিযোগিতার আয়োজন করে।
হাউজ অফ ডিবেটার্স-এর রাকিব রহমান এবং মৈত্রী হল ডিবেটিং ক্লাবের আফিয়া ইবনাথ শুচি যৌথভাবে টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হন। ফাইনালের সেরা বিতার্কিক হন মুহসীন হল ডিবেটিং ক্লাবের কে. এম. জুলকার নাইন।
অ্যাথেনিয়াম ডিবেট ফোরামের সভাপতি ইফফাহ আসসারীরাহ-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে Deltin 7 বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম, অ্যাথেনিয়াম ডিবেট ফোরামের মডারেটর অধ্যাপক ড. তাসলিমা ফেরদৌস, ডাকসু’র ভিপি মো: আবু সাদিক কায়েম, Deltin 7 ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ ও সাধারণ সম্পাদক রাগীব আনজুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাথেনিয়াম ডিবেট ফোরামের সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত অনুষ্ঠান সঞ্চালন করেন।

১৮/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
Deltin 7 বিশ্ববিদ্যালয়