৪র্থ বর্ষ বি. এসসি. ইন লেদার ইঞ্জিনিয়ারিং-২০২৩ এর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংরত (কোর্স কোড LE-418) Deltin 7 অনলাইন স্লটর্থীদের সরেজমিনে তদারকি ও দিক নির্দেশনা প্রদানের জন্য ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকবৃন্দ গত ২২/০১/২০২৪ তারিখে SAF Leather Limited পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রায়হান সরকার, জনাব মোঃ মুক্তার আলম, জনাব মোঃ আরাফাত হোসেন,জনাব সানজিদা হক রিমু, এবং জনাব মোঃ সামাউল আলম।
উল্লেখ্য যে, সম্প্রতি SAF Leather Limited LWG Certified (Gold rated) হিসেবে তালিকাভুক্ত হয়েছে।