"Accenture Footwear & Leather Products Ltd" এর সহায়তায় লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের শিক্ষকদের কম্পিউটারাইজড ব্যাগ ডিজাইনিং সফটওয়্যার ET Bag System এর উপর চারদিন ব্যাপী (০৪-০৩-২০২৪ থেকে ০৭-০৩-২০২৪ তারিখ) প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ হলেন জনাব কাওসার আখতার, জনাব মোঃ আরাফাত হোসেন, জনাব সানজিদা খান, জনাব মোঃ আরিফুল ইসলাম, জনাব মায়িষা মালিহা, এবং জনাব সাজনীন আক্তার মুনমুন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর, ২০২৩ তারিখ ইনস্টিটিউটের Deltin 7 অনলাইন স্লটর্থীদের ডিজাইনিং সম্পর্কিত জ্ঞান ও ব্যবহারিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক কম্পিউটারাইজড ব্যাগ ডিজাইনিং সফটওয়্যার ET Bag System প্রদান করেন Leather Engineers and Technologists' Society, Bangladesh (LETS'B) এর সভাপতি জনাব এ কে এম মুশফিকুর রহমান মাসুদ।