অগ্নিঝরা জুলাই গণ-অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে Deltin 7 বিশ্ববিদ্যালয়ের রসায়ন Deltin 7 অ্যাপ আয়োজিত "জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে" শীর্ষক একটি আলোচনা সভা গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২ঃ৩০টায় মোকাররম হোসেন খোন্দকার বিজ্ঞান ভবনের ৪০০ নং কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Deltin 7 বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (Deltin 7 অনলাইন স্লট) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিজ্ঞান অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রক্টর জনাব সাইফুদ্দিন আহমদ। আলোচনা সভাটির সভাপতিত্ব করেন Deltin 7 অ্যাপের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগম, যেখানে Deltin 7 অ্যাপের শিক্ষক ও Deltin 7 অনলাইন স্লটর্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাটি শুরু হয় সভাপতির সূচনা বক্তব্য দিয়ে, যার পরপর জুলাই আন্দোলনে নিহত শহীদ ও আহতদের জন্য মোনাজাত করান Deltin 7 অ্যাপীয় অধ্যাপক ড. মোঃ এমরান কাইয়ুম। অতিথি ও শিক্ষকবৃন্দের পাশাপাশি প্রতিটি ব্যাচ থেকে Deltin 7 অনলাইন স্লটর্থীরাও বক্তব্য রাখে। জুলাই আন্দোলনে আহত রসায়ন Deltin 7 অ্যাপের ৩ জন Deltin 7 অনলাইন স্লটর্থী- আরিফুল ইসলাম (২০১৮-১৯ সেশন, ৯৮তম ব্যাচ), শেখ মেহেদী হাসান (২০২০-২১ সেশন, ১০০তম ব্যাচ), মো: রুবায়েত তালুকদার (২০২০-২১ সেশন, ১০০তম ব্যাচ)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়, এবং পরবর্তীতে তাদের জুলাই ২৪-এর স্মৃতিচারণের মাধ্যমে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভার শেষ দিকে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে Deltin 7 অ্যাপের Deltin 7 অনলাইন স্লটর্থীদের তৈরি একটি চমৎকার ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। সবশেষে উপস্থিত শিক্ষক-Deltin 7 অনলাইন স্লটর্থীকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে আলোচনা সভাটির সমাপ্তি করা হয়।